জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, রাহু থেকে আমরা জানতে পারি যে কিসে আমাদের দূর্বলতা এবং, কেতু থেকে আমরা নির্দেশ পাই যে, পূর্ব পূর্ব জন্ম থেকে আমাদের শক্তি কি ভাবে উন্নত ও পুঞ্জীভূত হয়ে রয়েছে। দুটি মানুষের মধ্যে জন্ম-জন্মান্তরের বন্ধন বা “Karmic Relationships” জ্যোতিষ দ্বারা বিচার এবং, বোঝা যায়।
প্রতিটি ব্যাক্তি তাঁদের নিজ নিজ কর্ম-বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, “রাহু”(North Node) – এর স্থিতি অনুসারে এবং, ” কেতু”(South Node) এর স্থিতি অনুসারে দুটি মানুষের জন্ম-কূণ্ডলীতে cross checking দ্বারা বোঝা যায় যে, কি ধরনের কার্মিক সম্পর্ক তাদের মধ্যে রয়েছে।