আগামী ৪ঠা ডিসেম্বর, গ্লোবাল সূর্যগ্রহণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হবে। সকাল ১০ টা ৫৯ মিনিট ২০ সেকেন্ড থেকে শুরু হবে গ্রহণ। চলবে দুপুর ৩ টে ০৭ মিনিট ০৮ সেকেন্ড পর্যন্ত।
আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে সেই গ্রহণ দেখা যাবে। কিন্তু, ভারত থেকে এই গ্রহণ পরিলক্ষিত হবে না।
এর অশুভ প্রভাব কোন কোন রাশির জাতক / জাতিকাদের উপর পড়বে?
জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণ-কে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণ-কে অশুভ বলে মনে করা হয়ে থাকে।
সেইসময় কোনও শুভ বা মাঙ্গলিক কাজ করা হয় না। বৃশ্চিক রাশির অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রের উপর সূর্যগ্রহণের সর্বাধিক প্রভাব পড়বে।
Mundane Astrology – Predictions :-
সকলের অবগতির জন্য আমি এই সম্ভাবনার কথা জানালাম, সাবধানে থাকুন ও সুস্থ থাকুন, এই কামনা করি।
১৯শে নভেম্বর ২০২১, চন্দ্রগ্রহণ হয়েছে।
গ্রহণের পরে ৬ থেকে ৮ মাস সময়ে প্রবল ঝড়-ঝঞ্ঝা, প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ ভূমিকম্প, উল্কাপাত, জলোচ্ছ্বাস বা সুনামি ও মহামারীর মত কোনও না কোন দুর্যোগ চলতেই থাকবে, এবং, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশিত হবে, চুরি, ডাকাতি, ভূতুড়ে সমস্যা ইত্যাদিও বৃদ্ধি পাবে।
৪ঠা ডিসেম্বর ২০২১, সূর্য গ্রহণ হবে।
এই সূর্যগ্রহণ থেকে ৬ মাসের মধ্যে, অর্থাৎ, জুন ২০২২ -এ পূণরায় প্রবল ভূমিকম্প দেখা দেবে বিশ্বের বিভিন্ন জায়গায়।